এ হেন আঁধার নিশি, নববর্ষের কালে,
কভু নাহি হেরি আমি কোনো দেশে আর,
এ মোর জন্মভূমি, পতিত আঁধারে,
নীরবে কাঁদিছে যেন, করি হাহাকার।
কোথা সেই আনন্দ, উল্লাস, কোলাহল,
কোথা সেই দীপাবলী, আলোকসজ্জা ঘোর?
নিভিয়া গিয়াছে সব আলো, নীরব ধরাতল,
যেন প্রেতপুরী মাঝে করিতেছি বিচরণ মোর।
"শুভ নববর্ষ" বাণী, আজি বৃথা মনে হয়,
কাহারো মুখে নাহি শুনি সেই আহ্বান,
হৃদয়ে জমিয়াছে ব্যথা, বিষাদের সঞ্চয়,
কেমনে জানাইব আমি নববর্ষের গান?
অন্ধকারে ঢাকা এই নববর্ষ দিন,
কেমনে কহিব "শুভ", অন্তর মলিন?