ধুলোভরা পথ, ছেঁড়া জুতো পায়, চলে যায় একা,
অনাথ বালক, চোখে তার শুধু স্বপ্নেরই রেখা।
স্কুলের বাগান পেরিয়ে সে যায়, দূরে ওই বাড়ি,
খেলনার দোকান, মিষ্টির পসরা, ছুটে যায় গাড়ি।
মায়ের আদর, বাবার হাসিটা মনে পড়ে যায়,
কার কাছে আজ সে দুঃখের কথা বলবে, হায় হায়।

রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে সে, ভাবে কোথায় যাবে,
কে তারে আজ ডেকে নেবে ঘরে, কে ভালোবাসবে।
মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে কানে,
অনাথ ছেলে হাঁটু গেড়ে বসে, প্রার্থনা সে জানে।
আকাশের দিকে তাকিয়ে থাকে সে, চোখে জল ঝরে,
মা-বাবার ছবি মনে পড়ে যায়, বুক ব্যথায় ভরে।

হঠাৎ কখন এক বৃদ্ধ এসে, হাত রাখে মাথায়,
বলে, "চল বাছা, আমার সাথে তুই, ঘর আছে যেথায়।"
অনাথ ছেলে চমকে ওঠে, তাকায় বৃদ্ধের পানে,
আশার আলো জ্বলে ওঠে যেন তার দুই নয়ানে।
বৃদ্ধের হাতে হাত রেখে সে যায় নতুন ঘরে,
অনাথ নয় সে, পেয়েছে আশ্রয়, হৃদয় আনন্দে ভরে।