শূন্যতার শাখায় শাস্ত্রের শিকল বাজে;
বিধির বিধানে বিশ্বাসের বীজ বিলীন।
কোথাও ধর্মের ধ্বজা ধ্বংসের দিকে ধাবিত - তবু।
সহস্র সংস্কৃতির সমাধি সাজে - অন্ধকারে অসহিষ্ণু অণুর আর্তনাদ
বিষণ্ণতার বোঝা বয়ে চলে;
এ কোন মরুর মর্মর:
সহিষ্ণুতার - সংকীর্ণতার?
এ কি সভ্যতা?
অনাগত অবনতির অঙ্কুর ফোটে যেন।
একটি মতের মোহ মেনে -
সময় কি অবশেষে এমন শাসনতন্ত্রে
আগামী প্রজন্মের প্রাণপুরুষের স্বপ্ন চুরমার করে জাগে?
কোথাও মন্দিরের মৃদঙ্গ বাজে;
কোন দিকে শরিয়তি সুর -
পূর্বের পথে,
পশ্চিমের প্রান্তে,
দক্ষিণের দেশে?
বৈচিত্র্যের বিলুপ্তির ত্রাসে;
তবু মানবতার মহীরুহের মতো মহিমায়
সহাবস্থানের সকল সুরেলা স্বর শুনি;
শান্তির বদলে তবু সেখানে আতঙ্ক অরুণোদয়
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী - তুমি?
ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, ওইদিকে নীল
আকাশের পরিবর্তে শরিয়তি শাসন নিখিল বিভীষিকা!
মিলায় না মৌলিকতা - নিত্য দিগন্তহীন;
যা ছিল - যা হারাবে -
সেই মহাবিপর্যয়ের গর্ভে ধ্বংসের মতো জ্বলে
জাগে না কি হে স্বাধীনতা - হে সংবিধান -
বিবেকহীন বিধির বিলাপে।