নীরব রাতে জেগে ওঠে জনতার নির্যাতিত
কণ্ঠস্বর, প্রতিবাদের ঝড় তোলে হিন্দুরা
অন্ধকারে আলোর রেখা, নতুন দিনের সহানুভূতি
জাগায় সবার মনে, তবু এটা নয়
যা চাই - সমতার অধিকার, বৈষম্যহীন
সমাজ গড়ার স্বপ্ন, এই হোক অধিকার
মুক্তির পথে হাঁটি, জানি এটাই চায়
সকল মানুষ, কারণ স্বাধীনতা অধিকারই
হবে আমাদের শক্তির উৎস, আমাদের
প্রাণের স্পন্দন, যেখানে থাকবে শক্তি
ন্যায়ের জন্য লড়াই, সবার
সমান অধিকারের দাবি, যে জন্য
ঐক্যবদ্ধ হই, যেন পাই সমান
স্বাধীনতা, সুযোগ আর মুক্তি