মায়াবী ছদ্মবেশে সত্যের অভিনয়,
স্বপ্নের বাস্তব, বাস্তবের স্বপ্নজয়।

বিস্তৃত বাসস্ট্যান্ডের ধূসর পটভূমিতে
এক নিমেষের পরিচিত মুখ
দীপিকা, তুমিই, কোন অলৌকিক ব্যাঘাতে
যাত্রীদের ভিড়ের মাঝে!

আমি চোখ রগড়ে দেখি, বিশ্বাস করতে পারি না
স্বপ্নের রাজ্যে কি এমন সাক্ষাৎ হয়?
ধরাশ ধরা চেহারা স্বপ্নের আবছায় ঢেকে যায়,
কিন্তু চেনা হাসি, চোখের দৃষ্টি - নিঃসন্দেহে তুমিই।

সাধের স্বপ্নের মতো চোখে পড়া চেহারা,
কিন্তু স্পর্শের অগোচর
মায়াবী এক ছায়া
বাসের দরজায় পা রাখতেই
বিলীন হয়ে গেলে কোথাও।

হাত বাড়িয়েও ধরতে পারি না
শুধু অবাক চোখে দেখি চলে যাওয়া।
শূন্যে মিশে যায় তোমার স্পর্শের স্মৃতি
অবশিষ্ট ঘ্রাণ মিশে যায় বাসস্ট্যান্ডের ধোঁয়াশায়।

স্বপ্নের অপেক্ষা বাসস্ট্যান্ডের জনতার সাথে
দীর্ঘশ্বাসে মিশে
কখনো কি ফিরবে সেই চেনা হাসি?
কখনো কি স্পর্শ করতে পারব তোমায়?

যদি স্বপ্নই হয় সত্যি
তবে তো ঘুমিয়েই থাকব
দেখতে থাকবো তোমায়
এই স্বপ্নের অপেক্ষায়।

মায়াজালের মাঝে সত্যি কি মিথ্যা, কে জানে?
ঘুমের দেশে তোমায় খুঁজে বেড়াব চিরদিন, স্বপ্নের অপেক্ষায়।

চিরন্তন অপেক্ষায় হারিয়ে যাবে জীবন,
স্বপ্নের মৃত্যুতে জাগ্রত হবে প্রাণ।