তুমি এলে যেন বর্ষার প্রথম গন্ধে ভেজা মাঠের নির্জনতার মতো,
যেন আকাশের কোলে শুয়ে থাকা নক্ষত্রের মতো নির্লিপ্ত,
তোমার চোখে জ্বলে প্রাচীন পূর্ণিমার আলো,
মৃদু হাসিতে মিশে থাকে গোপন নদীর স্রোতের নীল রহস্য।

তুমি আমার ভ্রমণ; অলৌকিক পথে হারিয়ে যাওয়া এক নিষিদ্ধ পূণ্যভূমি,
তোমার পথে হেঁটে চলেছি গাছের পাতার কান্না আর শিশিরের হাসি মাড়িয়ে,
তোমার রূপ যেন ধূপের সুগন্ধে ভরা এক অনন্ত রজনী,
যেখানে প্রেম গড়ে ওঠে স্বপ্নের অতল দহে।

তোমার ছোঁয়া, যেন বেদনার নিঃশব্দ কণ্ঠস্বর,
আমার হৃদয়ের রিক্ত প্রান্তরে বিলিয়ে দেয় রহস্যময় সুখের কুহক,
তোমার দিকে তাকিয়ে আছি নির্জন পাখির বিষন্নতা নিয়ে,
তোমার নামে লিখে চলেছি নিজস্ব অক্ষরের অবিনশ্বর কবিতা।

বৃক্ষের মতো তোমায় জড়িয়ে থাকি,
অক্ষরের মতো তোমায় লিখি,
হৃদয়ের গ্রন্থে তোমায় বন্দি করি,
প্রেমের পথে চিরকাল ভ্রমণ করি।