চিন্তাশূন্য মস্তিষ্কের শূন্যগর্ভে ঝুলন্ত সত্যের শবদেহ,
মিথ্যার মায়াজালে আবদ্ধ । বিষাক্ত বাতাসে ভেসে
হিযবুত হিংস্রতার হাহাকার শোনা যায়
স্বপ্নের স্বাধীনতা হারিয়ে গেছে অন্ধকারের অতলে
যেখানে মুক্তির আলো নিভে গেছে অনেক আগেই ।
বাংলার বুকে বেদনার বীজ বপন করে
প্রতারণার প্রাচীর তুলেছে যারা, তাদের উদ্দেশ্যে :
'হে অমানুষ,
তোমরা যে কবরখানা সাজিয়েছ জীবন্ত মানুষের জন্য
সেখানে আজ ফুটেছে বিষফুল, পাপড়িতে তার
জমে আছে অশ্রুর শিশির, রক্তের রঙ ।
তোমাদের মিথ্যার মহামারী ছড়িয়ে পড়েছে
গ্রাম থেকে শহরে, শহর থেকে দেশের কোণে কোণে ।
স্বাধীনতার স্বপ্ন দেখা চোখগুলো আজ নিষ্প্রভ
তবুও জেগে আছে অন্তরের অন্ধকারে ।
তোমরা যে ভাষা কেড়ে নিয়েছ, সেই ভাষায়
আজও গর্জে ওঠে প্রতিবাদের ঝড় ।
দেশের মাটি হয়েছে বিষাক্ত, বাতাস দূষিত
তবু এই মাটিতেই জন্ম নেবে নতুন প্রজন্ম ।
জানি না কবে ফিরবে স্বাভাবিকতা, কবে আসবে মুক্তির দিন
হয়তো আমি দেখতে পাব না সেই সকাল ।'
যখন গোটা দেশটা পড়ে আছে মিথ্যার জালে আটকে
তখন সত্যের কবিতা লেখা যায় শুধু রক্ত দিয়ে ।
মানচিত্রে আঁকা সীমানা পেরিয়ে উড়ে যায় পাখি
কিন্তু মানুষের মন আজ বন্দি নিজের দেশেই —
সেই বন্দি মনের কারাগারে শৃঙ্খলিত স্বাধীনতা
চুপচাপ কাঁদছে, কেউ শুনতে পায় না তার কান্না ।