মায়াবী নীল আলোয় জ্বলে স্ক্রিনের মুখ,
বাস্তবের মাটিতে হারিয়ে যায় স্পর্শের সুখ।

লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেশে বদল হবে!

রিকশার বাতাসে ভাসে স্ট্যাটাস আপডেট,
চা-দোকানে আলোচিত হয় ভার্চুয়াল বাস্তব।
ফেসবুক লাইভে ভাঙছে পদ্মাসেতু,
কিন্তু নদীর বুকে ডুবে যায় স্কুলবাস।

শহরের আকাশে উড়ে ড্রোন,
গ্রামের মাঠে খেলা করে স্মার্টফোন।
জিপিএসে চালিত লাঙল চষে জমি,
কিন্তু খালি থাকে শস্যাগার।

অ্যাপে অর্ডার করে আসে পিৎজা,
মাটির চুলায় জ্বলে না আগুন।
কলের পানিতে ভাসে প্লাস্টিকের থলে,
কিন্তু নেই পানীয় জলের নিশান।

স্বপ্নের প্যাডে আঁকা হয় মঙ্গলযান,
বাস্তবে বিক্রি হয় শিশুদের শৈশব।
প্রভু, আমি নষ্ট হয়ে যাচ্ছি,
এই সত্যি-মিথ্যের জগতে,
এই অবাস্তবের বাস্তবে।

আনফলো করুন, লাইক বন্ধ করুন, বাস্তব বদলান!

কোথায় হারিয়ে গেল মানুষের স্পর্শ, হৃদয়ের স্পন্দন?
শুধু লাইক, কমেন্ট, শেয়ারের খেলায় ডুবে যায় জীবন।