কোথা দেশ? এ কি ঘোর তিমির নিশীথে
নিমগ্ন ধরণি, কাঁদে বিশ্ব হাহাকারে?
নীরব কেন রে কবি, বজ্র নাহি কি তে
তোমার কণ্ঠে, ভেদিবে এ ঘোর আঁধারে?
‘‘ভালো আছি’’ বলিবারে হবে নিরন্তর,
যদিও অন্তরে জ্বলে অনল ভীষণ;
সহিতে সকলি, যেন পাষাণ অন্তর,
নহিলে নামিবে কাল-নিয়তির শাসন।
শান্তির বারতা যদি করি উচ্চারণ,
‘‘জঙ্গি’’ আখ্যা মিলিবে, এ ঘোর কলিতে;
শ্রীকৃষ্ণের বাণী যদি করি বিতরণ,
‘‘জবাই’’ হুঙ্কার উঠিবে নর-পশু মুখেতে।
অধিকার-তরে যদি করি জাগরণ,
মিথ্যা জালে বাঁধিবে, করিবে নিপীড়ন।