ধীর পদে চলি আমি, ধরণির 'পর,
স্পর্শ করি মৃদুভাবে, যেন ফুল্ল স্বর।
ক্ষুদ্র কীট হতে করি ভয়,
কাহারও না হয় কিছু ক্ষয়,
কোমল হৃদয়ে মম, প্রেম নিরন্তর।।
মৃত্তিকার বুকে পা, রাখি সাবধানে,
পাছে ব্যথা পায় ধরা, মম অজ্ঞানে।
নাহি চাহি কারো মনোভঙ্গ,
নাহি করি কারো আশাভঙ্গ,
স্নেহ-সুধা বিতরিব, এই মাত্র ধ্যানে।।
জগৎ-মাঝে আসি আমি, অতিথি যেমন,
নত শিরে চলি পথে, করি না ভ্রমণ।
নাহি চাহি যশ-খ্যাতি-মান,
নাহি চাহি কারো প্রতিদান,
শান্ত স্রোতে বহিব, এ জীবন এমন।।
কোমল চরণচিহ্ন, রাখি ধূলিতলে,
যেন শিশিরের বিন্দু, ঝরে বৃক্ষতলে।
নাহি চাহি কারো নিন্দাবাদ,
নাহি চাহি কারো আশীর্বাদ,
নীরবে করিব কাজ, আপন অন্তরে।।
পাপ-পঙ্কিল পথে, নাহি করি বিচরণ,
পবিত্র হৃদয়ে মম, প্রেমের সঞ্চরণ।
নাহি চাহি কারো কাছে কিছু,
নাহি করি কারো পিছু পিছু,
স্নেহ-ডোরে বাঁধি সবে, এই মোর পণ।।