যে-যুগে স্বপ্ন বিক্রি হয়
মূল্য পায় আত্মার কণা লোভের বাজারে
যে-যুগে স্বপ্ন বিক্রি হয়
ধনকুবেররা নাচে গণতন্ত্র মরণের দ্বারে
আমি দেখি ভয়ঙ্কর ভবিষ্যৎ সে-যুগের অন্ধকারে

নিস্তব্ধতার শৃঙ্খল ভেঙে উঠি আমি বজ্রকণ্ঠে
চেতনার বীজ বুনি কালের কৃষ্ণ মাটিতে
স্বাধীনতার পাখি যেন না হারায় উড়ান
পুঁজির পিঞ্জরে বন্দি না হয় তার গান
অস্তিত্বের দর্পণে দেখি অনন্ত প্রতিবিম্ব
মুক্তির মন্ত্র জপি, রোপি অদৃশ্য প্রতিকারের নিম্ব
যেন কোনো জাতির আত্মা না হয় বণিকের ক্রীতদাস
স্বপ্নের আকাশে রচি অমৃতের অভ্রভেদী আভাস