ছিলাম সহমর্মিতার শান্ত ছায়াতলে একাত্ম।
কয়েক মুহূর্ত শুধু, তবু এখনো সেই একাত্মতার স্পন্দন
এখনো ভোলা গেল না।
সেই যে রুদ্ধশ্বাস কণ্ঠ, ভীত নয়নে আর্তনাদ,
সহ্য করা অত্যাচারের গ্লানি,
ক্ষমতার আস্ফালনে মিথ্যার বেসাতি, দালালের আস্ফালন,
কয়েকটি কণ্ঠ শুধু, কয়েকটি মুহূর্ত, মিথ্যে সান্ত্বনার প্রলেপ,
"নির্যাতন নেই" এই ঘোষণার নির্লজ্জ আস্ফালন,
গোবিন্দর হেঁশেল বন্ধ, "গোরুর মাংস নেই" এই অজুহাতে,
সেই আমার একাত্মতার শান্ত প্রতিচ্ছবি,
সেই আমার সহমর্মিতার শান্ত প্রতিচ্ছবি,
কয়েক মুহূর্ত শুধু, তবু এখনো সেই একাত্মতার স্পন্দন,
কয়েক মুহূর্ত শুধু, তবু এখনো সেই সহমর্মিতার স্পন্দন,
এখনো ভোলা গেল না।