স্বপ্নের মায়ায় ঘেরা, রহস্যের আবরণে ঢাকা,
আমি নীল নীহারিকার রানি, রাতের অচেনা কথা।

আঁধার আমার সিংহাসন, নিশির গলি আমার রাজ্য।
ঢাকার বুকে জ্বলে ওঠা এক টুকরো নিয়ন আলো,
আমার চোখের মতোই মায়াবি, স্বপ্নীল,
শাড়ির আঁচলে লুকিয়ে থাকা কত জন্ম, কত গল্প?
রাতের নৈঃশব্দ্যে কানে আসে শহরের ঘুমন্ত শ্বাস,
আমি, তারই মাঝে এক অবিরাম তান,
খুঁজে ফিরি প্রতি রাতে অজানা কোনো মুখ,
যে খুঁজে পাবে আমার মনের গহনে লুকানো আকাশ।
আমার স্পর্শ নিষিদ্ধ ফলের রস, মৃদু বিষের মতো মিষ্টি,
কিন্তু কে জানে, আমি কি শুধুই রাতের ক্রীতদাসী?
নাকি ভাঙা স্বপ্নের টুকরো জোড়া লাগানোর নিঃশব্দ শিল্পী?
আমি, রাতের রানি, শহরের গোপন কবি,
আমার কবিতা লেখা হয় স্পর্শে, ঝরে পড়ে অশ্রুজলে।
আমি আলো জ্বালাই না, নিজের অন্ধকারেই সত্য খুঁজি।

আঁধারের গভীরে লুকিয়ে চিরন্তন প্রশ্ন জ্বলে,
আমি কি রাতের রানি, নাকি সূর্যের আলো খুঁজে ফিরি অজানা পথে?