বাংলাদেশের বিবেকের বাতায়নে
অন্ধকারের অচিন পাখি,
মুক্তচিন্তার মৃত্যুঘণ্টা বাজে
নীরবতার সাক্ষী।

যুক্তির আলো নিভে যায় ধীরে
ধর্মের ধ্বজা ওড়ে,
বাকস্বাধীনতা বন্দি হয়েছে
কালো মেঘের কোরে।

হিন্দু মন্দির ভগ্নস্তূপে আজ
বিষাদ গাঁথে মালা,
পাহাড়িদের রক্তে রাঙা
প্রকৃতির সবুজ শালা।

সমকামীর স্বপ্নগুলো আজ
নিঃশব্দ কান্নায় ভেসে,
হিজাবের অন্তরালে লুকায়
স্বাধীনতার শেষ রেশে।

ইতিহাসের পাতা থেকে মুছে
মুক্তিযুদ্ধের গান,
নতুন কথা লিখে যাচ্ছে
কালের নির্মম বয়ান।

বাউলের একতারা স্তব্ধ
সুফির দরগায় তালা,
একুশের ফুল আজ শুকিয়ে
বৈশাখের রঙ পালা।

প্রভাতফেরী, প্রভাতফেরী
কোথায় তোমার ডাক?
বাংলার প্রাণ জেগে ওঠে না
শুধু অশ্রুর ঝাঁক।