বিদ্রোহী একজন দেখেছি, বলেছে সে 'না'
চোখে তার জ্বলে অগ্নি, মুখে নীরবতা
সবাই তাকে বুঝতে পারে না
সবাই তাকে বুঝতে পারে না
কিন্তু, সে জানে—
কোথায় লুকিয়ে আছে স্বাধীনতার বীজ
তার রক্তে মিশে আছে অসম্মতির গীত
তোমার এবং আমার, যেমন করেই থাকি না কেন
সে দাঁড়িয়ে থাকে একা, ভাঙা দর্পণের মতন
ভাবছ কি ভাবছ কি
সে কি শুধু পাথর, নাকি জীবন্ত প্রতিবাদ?
মানুষ সে, বুঝলে তো? মানুষই করে আর্তনাদ।