ক্ষুধার্ত আকাশে জ্বলে ওঠে চাঁদের হাঁড়ি—ধীরে ধীরে স্বপ্ন ক্ষয় হয়
ভাঙা দেয়ালে নোনতা কান্নার ফোঁটা—শব্দহীন প্রতিবাদ জমে থাকে অসময়
রুটির গন্ধে এসে, শূন্য হাতের কাছে
অভুক্ত বাতাস বহুক্ষণ নীরবে কাঁদে তায়
এইসব বেদনা লাগে: এইসব তীব্র জ্বালা মৃত্যু স্বাদ পায়
বাংলাদেশের পথে ঘুরে আমার হৃদয়
নোনতা কান্নার ফোঁটা ভাঙা দেয়ালে—ধীরে ধীরে স্বপ্ন ক্ষয় হয়
ছিন্নবস্ত্রের দাম মুঠোয় নিয়ে দারিদ্র্য দাঁড়ায়।
এইসব ব্যথা পাই—জীবনের পথে ঘুরে
এইসব ব্যথা পায় আমার হৃদয়
দেশে অন্ধকার, স্বপ্ন ক্ষয় হলো অসময়
ক্ষুধার্ত চাঁদ জ্বলে ওঠে, ধীরে ধীরে স্বপ্ন ক্ষয় হয়
ভাঙা দেয়ালে অশ্রুর বীজ ঝরে—নীরবতা বসে থাকে মুহূর্ত সময়
ছিন্নবস্ত্রের দাম মুঠোয় নিয়ে দারিদ্র্য দাঁড়ায়
ক্ষীণ আরো ক্ষীণ হয়ে অনাহারী আত্মায় হারায়।।