অহংকার ছেড়ে দিতে পারি
যদি বলো; নতুন আঁধারি
পথে হাঁটা শিখব নিঃশব্দে।
যে মনটা ছিল অতি গর্বে
ভরা আজ, কাল নত হবে
(তুমি যেন বলেছিলে কবে)
– সে কখনো হারে নি এমন!
বেশ; করি নিজেকে দমন
আজ থেকে, যদি তুমি চাও
ভুলগুলো স্বীকার করে নাও
খুলে দেবে জ্ঞানের দুয়ারি,
আমার অহমের পাহাড়ি
চূড়াগুলো ভেঙে যাক ধূলে।
অহংকার ত্যাগ করা ভুলে
যায় সহজে; জয় পেতে হলে...
বিনয় আছে তো তব পথে?