শব্দের সাগরে ডুবে যায় মৌনতা,
কাকলির মাঝে হারায় নিস্তব্ধতা।
পাতার কম্পনে বাতাসের গান,
নদীর কলতানে পাথরের ধ্যান,
কোনটা কথা, কোনটা যে নীরবতা?

আকাশের নীলে মেঘের আঁকাবাঁকা,
সূর্যাস্তে রঙের ছবি আঁকা।
তারার চোখে জ্যোৎস্নার কাজল,
ঝরনার হাসিতে পাহাড়ের অশ্রুজল,
কোনটা সত্য, কোনটা যে মায়া?

স্মৃতির পাতায় ভুলের দাগ লাগে,
বর্তমানের স্রোতে অতীত জাগে।
স্বপ্নের রঙে বাস্তব মিশে যায়,
আশার আলোয় হতাশা লুকায়,
কোনটা জীবন, কোনটা যে ছায়া?