রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছি
ধ্বংসের পথে কালের কোণে
ভাবি আমার দেশ খুঁজব
দেশ মিলায় অবক্ষয়ে।
একটা দুটো স্বপ্নের কথা
জাগে আমার চেতনা ধরে
স্বপ্ন সব মিথ্যে হয়ে
অস্তিত্বের অন্ধকারে
কে কারে আজ চিনতে পারে
বোঝা কঠিন অতি সত্যি
হা রে আমার ভ্রষ্ট দেশ
হা রে আমার জন্মভূমি!
হারিয়ে গেছে আত্মসত্তা
তোমার সাথে জড়িত যত
শ্মশানে এবে পরিণত
যা-কিছু ছিল সম অমৃত।
দেশের কথা একা বসে
শুনি কেবল কালের কোণে
ক্ষতবিক্ষত দেহ শুধু
পচে মরে বিস্মরণে।