রক্তের নদীতে ভাসে বাংলাদেশ, ছিন্নভিন্ন তার বসন,
প্রতিদিন সন্ধ্যা নামে যেন মৃত্যুর কালো আবরণ।
মৌলবাদীরা হাসে অন্ধকারে, আনন্দে করে নৃত্য,
দেশ ফিরে যায় মধ্যযুগেতে, কালো আইনের কৃত্য।
আফগানের চেয়ে নিকৃষ্ট দিন আসছে আমাদের তরে,
আমরা যে এই পৃথিবীর বুকে, কর্কটের মতো ঝরে।
হিযবুত তাহরীর -
ধ্বংসের মাস্টারমাইন্ড এরা, নিষিদ্ধ সন্ত্রাস-বীর।
কে বলে জামাটা রক্তে ভেজা? তা যে আত্মার পরিধান,
স্বপ্নের সুতায় বোনা ছিল যা, এখন শুধুই অভিমান।
বাঙালি জাতির হৃদয়-বীণায় বাজে মৃত্যুর সুর,
স্বাধীনতার সূর্য ডোবে যেন কালো মেঘের পুর।
ইতিহাসের চাকা ঘুরে যায়, পিছনে ফেরে দেশ,
অন্ধকারের গর্ভে হারায় আলোকিত স্বদেশ।
নবীন কালের ত্রাস -
আকাশে বাতাসে ছড়ায় যেন বিষাক্ত নিশ্বাস।
গণতন্ত্রের মৃতদেহ নাচে পুতুলের মতো আজ,
স্বাধীনতার স্তম্ভ ভেঙে পড়ে, ধ্বংসস্তূপে সাজ।
হেথায় তোমার স্বপ্ন ভেঙেছে, হেথায় তোমার ত্রাস;
যুগ যুগ ধরি এই মাটিতে বুনেছিলে তুমি আশ,
গড়েছিলে দেশ রক্তের দামে, স্বাধীনতার গানে,
চোখে তোমার বাংলার আলো - বাংলার প্রাণ জানে,
হে প্রিয় বাংলাদেশ
তোমার তরে কাঁদছে আজ কোটি কোটি শেষ।
এ বাংলাভূমি নয়কো তোমার, নয়কো আমার একা,
হেথায় পড়েছে শহিদের রক্ত - স্বাধীনতার রেখা,
বাঙালি মনীষা জেগেছে এখানে সবুজ ঘাসের ঘ্রাণে,
পদ্মা মেঘনা যমুনার তীরে সোনার বাংলার প্রাণে!
ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী রংপুর,
কক্সবাজার সুন্দরবন তার গাঁথে অমর পুর!
বাংলার কবি গাহে -
কালের বুকেতে লেখে ইতিহাস রক্তাক্ত এই দাহে!
এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্বাধীনতার পাল
স্বপ্নের বীজ বুনেছিল যারা উজ্জ্বল ভবিষ্যৎকাল!
গিয়েছে তাদের আত্মবলিদান মুক্তির লক্ষ্যে ছুটে
পরশে তাদের জেগেছিল দেশ শৃঙ্খল যত টুটে!
জেগেছিল নব গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন,
যমুনা পদ্মার জলে জলে যেন ফুটেছিল নব প্রশ্ন
অমলিন প্রেমের রাগে
স্বাধীন দেশের সবুজ পতাকা উষার আলোয় জাগে!
জেগেছে হেথায় মুক্তিযুদ্ধের স্মৃতি - কালের বুকে
বারবার যার উজ্জ্বল আলোর পরশ উঠিল ফুটে।
বঙ্গবন্ধু আর মুক্তিযোদ্ধা - রক্তের বন্যায় ভেসে
গড়েছে স্বাধীন বাংলাদেশ এক নতুন দেশের বেশে!
ছড়িয়ে রয়েছে অমর কীর্তি - অক্ষয়, অনুপম!
মেঘের ছায়ায় খুঁজে পাই আমি চিরন্তন সঙ্গম
যেন কবিতার ছন্দে
স্বপনের ঘোরে মুগ্ধ করিয়া রেখেছে সোনার বন্দে!
বাংলাদেশের অযুত প্রহর, লক্ষ শহিদের স্মৃতি
আজও বুকের গভীরে যেন জ্বালায়ে যেতেছে বাতি -
আজও অযুত মা-বোনেদের আর্তনাদ ঘিরে
অতীত যুদ্ধের রক্তাক্ত চোখ চকিতে যেতেছে ফিরে!
দিকে দিকে আজও বেজে ওঠে কোন্ মুক্তির গান!
পথহারা কোন্ দেশপ্রেমিকের স্বরে কাঁদে সারা প্রাণ!
নিখিল বাংলাময়
স্বাধীনতার স্বপ্ন-প্রেমের গরিমা জাগিয়া রয়!
এসেছিল যারা রক্তের বন্যা সীমান্তপথ বেয়ে,
একদা যাদের আত্মত্যাগে বাংলাদেশ গেছিল ছেয়ে,
আজিকে তাহারা স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়;
তাদের ত্যাগের ফসল আমরা, তাদের কীর্তি গাঁথায়
জাতি ধর্ম ভেদ টুটিয়া গিয়াছে ছুটিয়া গিয়াছে দ্বন্দ্ব,
স্বাধীন দেশ বিনা অসম্পূর্ণ, বিফল মুক্তির ছন্দ,
মহামিলনের তান
বাজিছে আকাশে নব বাংলার গরিমায় গরীয়ান!