মৃত্যুঘণ্টা বাজে রাতে, শ্মশানের ছাই-এ দাঁড়ি—
তোমারই অস্থিমালা আমার বিষণ্ণ স্বপ্নচারী।

তুমি সেই দেশ তুমি আমার ক্ষতবিক্ষত প্রাণ
নির্বাক যাকে আমি অনায়াসে ভুলতে পারতাম
তবু তুমি জাগিয়ে রাখো মৃত্যুর অন্ধকার গর্তে
ধ্বংসের ধ্বজা তুলে আকাশছায়া করো অবিরাম
যে-কোনো বিপ্লবঝড়ে উৎসবে মিলিয়ে যেতে যেতে
তোমার বেদনা যে কখনো বুঝিনি এক কণা
সেকথা জেনেও তবু রয়েছ আমারই রক্তে রক্তে
কী-বা হবে লাভ যদি কেউ কারো হৃদয় না-চেনা!
শিয়রে অমানিশার কুহেলিকা করেছে আচ্ছন্ন
লক্ষ লক্ষ মৃতাত্মার চোখের জলেতে সাঁতার
দুধারে নীরব ক্রন্দন, তার মাঝখানে তুমি শূন্য
দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। মরুক, যে মরতে চায় আর।

আবারও জ্বলেছে আগুন, ভস্মের উপরে ওঠো তুমি
তোমাকেই দেখি আজ আমার বিনষ্টজন্মভূমি।