বিষাদের ছায়া নামে, কালো মেঘের মতো বাংলাদেশে
অন্ধকারের গর্ভে লুকিয়ে থাকে অসহিষ্ণুতার বীজ হিন্দুদের
প্রতি। কাঁটাতারের বেড়া তৈরি হয় মনে, উপর
চাপে অবিচারের পাহাড়। কেন এই নীরবতা? যে
বিবেকের দীপ নিভে যায়, সেখানে কোনো
স্বপ্নের ফুল ফোটে না। মানুষের হৃদয়ে কারণে
অকারণে জ্বলে ওঠে বিদ্বেষের আগুন। উৎপীড়ন
ছড়িয়ে পড়ে বাতাসে, মাটিতে, জলে। করা
হয় না কি মানবতার জন্য প্রার্থনা? হচ্ছে
কি না আমাদের আত্মার মৃত্যু, এমন
সময়ে? ভাইয়ের রক্তে ভাসে দেশ, অভিযোগ
উঠে আকাশে। কবে হবে মুক্তি? জানাচ্ছি
আমি এই প্রশ্ন, নীরব আকাশের কাছে।