অন্তরে তোমার স্পর্শ অনুভবি
থাকো তুমি অগোচরে,
বাহিরে খুঁজিয়া পাই না কোথাও
লুকানো আছ অন্তরে।

জ্ঞানের প্রদীপ জ্বালি নিরন্তর,
তবু অজানার পথে হই কাতর।
তুমি যে নিখিল, তুমি যে ঈশ্বর
বিরাজো সকল স্তরে।

সৃষ্টির রহস্য তুমিই কেবল,
তোমাতেই সব শূন্য ও সফল।
আমি শুধু এক ক্ষণিক বাদল
তব অনন্ত সাগরে।

তুমি শুরু, তুমি শেষ, তুমি মাঝ
তোমাতেই সব সুর ও আওয়াজ
তোমার ছন্দেই জগৎ বিরাজ
নাচে তব তালে তালে।

জানি না কেমনে পাব তোমায় ধরি
তবু খুঁজি তোমায় জীবন ভরি,
যত দূরে যাই, তত কাছে পড়ি
তোমার অসীম দ্বারে।

তুমি যে অমৃত, তুমি যে জীবন
তোমাতেই সব মৃত্যু, নবজন্ম
তুমি যে অনাদি, তুমি যে চিরন্তন
ব্যাপ্ত বিশ্ব চরাচরে।

অন্তরে তোমার স্পর্শ অনুভবি
থাকো তুমি অগোচরে।