কালচক্রের কাঁটা কাটে কুসংস্কারের কুহেলি,
স্বপ্নের স্বাধীনতা স্খলিত হয়, সভ্যতার সেঁতসেঁতে গলি।
প্রগতির পাখা ভেঙে পড়ে পশ্চাৎপদতার পাঁকে,
চৌদ্দশ' বছরের অন্ধকার আসে ফিরে ডাকে।
হিংস্র হায়েনার হাঁক শোনা যায় হৃদয়ের দ্বারে,
সংখ্যালঘুর স্বপ্ন ডুবে যায় অসহিষ্ণুতার ধারে।
মরীচিকার মরুভূমিতে মানবতা মৃতপ্রায়,
অন্তর্বর্তী অরাজকতা অশনির মতো ঝলকায়।
স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা স্তব্ধ হয়ে চায়,
বিবেকের বীজ বিনষ্ট হয় বিষাক্ত বাতাসে হায়।