চোখের দেখায় ভুলো না মন রে
রূপের মায়ার ছলে,
হৃদয় যে তার পারে না বুঝিতে
ডুবে যায় আঁখিজলে।

সৌন্দর্য দেখি মুগ্ধ যে জন
ছুটে চলে সে উন্মাদের মতন,
কিন্তু সে রূপ ক্ষণিক স্বপন
মিলায় সময়ের তলে।

যারা রূপসি তাদের কাছেতে
যাও না কভু প্রেম নিবেদিতে,
অন্যেরা আছে তাদের পূজিতে
বসে আছে ভক্তদলে।

রূপের নেশায় মাতিও না প্রাণ
শুধু বাহিরের এ মিথ্যা টান,
অন্তরের রূপ করো অনুসন্ধান
গভীর হৃদয়তলে।

যদি পাও কারে হৃদয়ের মাঝে
তবেই জেনো সত্য প্রেম সাজে,
নইলে শুধু আঁধারেতে বাজে
ব্যথার সুর একা চলে।

ধীরে ধীরে তুমি চিনো ভালোবাসা
বুঝে নাও তার গভীর ভরসা,
রূপের মোহে ভেসো না মিছা
ভেসো না মায়ার জলে।

চোখের দেখায় ভুলো না মন রে
রূপের মায়ার ছলে।