যবে কাঁদে নভ, হাসে ধরা নৈঃশব্দ্যে,
স্বপ্নপুরীতে চক্ষুলীলা চলে অবাধে।
রাজপ্রাসাদে কালো সোনার বন্যা বহে,
কোথা শেষ হবে তাহা কেহ নাহি কহে।
মাটির সন্তান, ধনী বংশের ছেলে,
পনেরো লক্ষ টাকায় কেনে ছাগ হেলে।
দুষ্কৃতির কোটনা বিক্রয় করে হেসে,
দেশের ভবিতব্যতা ছাগমূল্যে মেশে।
স্বর্ণখুর, বজ্রশৃঙ্গ, মণিময় দাড়ি,
দেখে বুধগণ সবিস্ময়ে যায় হারি।
কবি রচে পদ্য, কথক কহে কাহিনি,
কে লিখিবে ছাগমূল্য নিয়ে কাব্যবাণী?
হে বাংলা, কোথায় যাও তুমি এভাবে?
ছাগরথে চড়ে কেন যাও অসম্ভবে?