কোথায় লুকিয়ে থাকে প্রেম?
রাত্রিবেলায়?
কোষাণুর গহন গভীরে
মিথ্যে হাতড়াই যেন অস্থিমজ্জার নীল আঙ্গিনায়।
কোথায় লুকিয়ে থাকে প্রেম?
সপ্তাহ আগেও ঘৃণার কাঁটা ফুটেছিল
বুক-পাঁজরে।
রক্তের মতো গাঢ় বেদনা
কণ্ঠে জ্বালা, বুকে জ্বালা
দেহের খাঁচায় বন্দি হয়ে ছিল ভালোবাসা
প্রাণ ভাসিয়ে।
কোথায় লুকিয়ে থাকে প্রেম?
কার চোখের কোণে বিদ্যুৎ জ্বলে উঠেছিল?
বিদ্যুৎ দিয়ে কে মেপেছিল রাগ?
অহংকারের কৃষ্ণ প্রজাপতি
কাকে ছুঁয়ে উড়ে গেছে দূর?
কোথায় লুকিয়ে থাকে প্রেম?
জীবনের পাতা কে ছিঁড়েছে লজ্জার দোলায়?
বেদনার কুঁড়ি ভেঙে ভেঙে ধূলি
কে ছড়িয়ে দিল ভ্রমজালে?
মৃত্যুর মতো নিঃশব্দ হয়ে কে মিলিয়ে গেছে?
রাত্রিবেলায়?
কোথায় লুকিয়ে থাকে প্রেম?