স্বপ্নের নগরী ঢাকা, মায়ার জালে আবৃত,
অজানা রহস্যময়ী, কালের রঙে রঞ্জিত।

রিকশার বেলের তালে নাচে মেঘ, কালো টিনের ছাদে জমে বৃষ্টির ঘাম।
আকাশ ছেঁড়া ট্রাফিক লাইটের চোখ জ্বলে,
নিচে ছুটে চলে ঈশ্বরের সৃষ্টিকর্তারা, হাতে হাত ধরে।
পুরোনো ঢাকার গলির মোড়ে দাঁড়িয়ে আছে এক প্রেয়সী,
চুল তার মেঘমালা, চোখ দুটি পুরোনো ফানুসের আলো।
শাড়ি তার লাল টালির মত ঢাকা, হাতে এক সাজি ফুল, যার গন্ধে মাতাল ঢাকার রাত।
বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ভাসে তার প্রতিচ্ছবি,
পাশেই লাল সূর্য অস্ত যায়, মুখ ঢেকে রাখে হাত দিয়ে।

থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো আকাশে ঝুলে থাকে,
কামড় দিলে ঝরে পড়ে তার মধু, স্বাদ যেন প্রেমের বিষ।
এই শহরে প্রেমের স্বপ্ন বিক্রি হয় পুরানো বইয়ের মতো,
পাতায় পাতায় লেখা অজানা ভাষায় কবিতা।
কিনে নাও, প্রিয়, কিনে নাও এই স্বপ্ন, হয়তো পড়তে পারবে না,
কিন্তু অনুভব করতে পারবে হারিয়ে যাওয়া ঢাকার হৃদয়ের ছন্দ।

ঢাকার রাত শেষে ভোরের আলো ফোটে,
হারিয়ে যাওয়া স্বপ্ন স্মৃতিতে জ্বলে ওঠে।