মধ্যরাতের নিস্তব্ধতায় ডুবে যায় দেশ
কুয়াশাচ্ছন্ন ইতিহাসের পাতায়
আমি দাঁড়িয়ে থাকি, হতাশার বোঝা কাঁধে নিয়ে

চারিদিকে শুধু অন্ধকার
যেন কালো রঙের সমুদ্রে হারিয়ে গেছে আশার দ্বীপ

মনের গহীনে জমে থাকা যন্ত্রণা, বুকে চাপা অসহায়তার বোবা কান্না
কোথাও কি নেই কোনো আলোর রেখা?

তারপর
সময়ের চাকা পেছনে ঘুরতে থাকে, যুগ পিছিয়ে যায়
দেখি:

যেখানে ছিল প্রগতির স্বপ্ন, সেখানে
কালের নিষ্ঠুর পরিহাসে
জেগে ওঠে সপ্তম শতাব্দীর ভূত।