স্বপ্নের জালে বিষাদের মাছ নাচে,
কালের হাতে অনন্তের বীণা বাজে।

আমি মরতে পারিনি তো, তাই এভাবেই বেঁচে থাকা,
সময়ের নদীতে ভেসে যাওয়া,
এক অচল দেহ নিয়ে,
এক অচল মন নিয়ে।

দেখেছি যুগ যুগ ধরে পৃথিবীর পরিবর্তন,
উত্থান-পতন, সৃষ্টি-ধ্বংস,
কিন্তু আমি একই, অপরিবর্তিত।

বন্ধু, প্রিয়জন, সকলেই চলে গেছে,
শুধু আমি একা,
নিঃসঙ্গ, বিষণ্ণ।

কখনো কখনো মনে হয়,
এই অমরত্ব এক অভিশাপ,
মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর।

শূন্যতার বুকে অস্তিত্বের দাগ আঁকি,
নিঃশব্দ কান্নায় অনন্তকাল ডাকি।