স্বপ্নের ঢাকা ধোঁয়ায় ঢাকা, কালো আকাশে ঝুলে থাকে ক্ষুধার কঙ্কাল,
নিশ্বাস কেনার শহরে বিকিয়ে যায় মানুষের জীবনের তাল।

যে শহরে নিশ্বাস কিনে বিকায়, সেখানে কী নিয়মকানুন থাকে?  
রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কালো টাকার বট,
হাত বাড়িয়ে দেয় ক্ষমতার লাঠি।
কাঁধে কাঁধ মিলিয়ে চলে কাঁঠাল গোছের মানুষ,
অন্ধকারে হারিয়ে যায় নীলাভ্রের সিঁদুরের রেশ।

পচে গেছে বিচারের ঢাল, ভোঁতা হয়েছে সততার তলোয়ার,
শুধু ক্ষমতার বাজারে চলে কানাকড়ির খেলা।
নিঃস্বার্থতার জায়গায় গজিয়ে উঠেছে স্বার্থের কাঁটা,
শুধু টাকার ঝংকারেই বাজে বিবেকের তাল।

কখনো কি ঢাকার আকাশটা কাঁদে?  
কখনো কি বুড়িগঙ্গা বিষণ্ণ হয় নিজের কালো হয়ে যাওয়ায়?
আমি খুঁজি, ঢাকাকে ফিরিয়ে দিতে,
সেই ঢাকাকে, যেখানে নিশ্বাস নেওয়া ছিল না অপরাধ।
কিন্তু কে বুঝবে এই মনের আকুতি?  
কে দেবে ঢাকাকে সেই পূর্বের সাজ?

কখনো কি ঢাকার রক্তে ভেসে যাবে ক্ষমতার লোভী হাত,
নাকি চিরকালই থাকবে এই শহরের বেদনার কালো রাত?