আমি এই ছদ্মযুগের শেষ প্রহর থেকে কথা বলি
আমি এই স্বপ্নভঙ্গের মহাশূন্য থেকে কথা বলি
আমার দেশের বক্ষে ছুরি নিয়ে আমি কথা বলি
খেলা খেলেছিল যারা ভবিষ্যতের রক্ত নিয়ে।
মুখোশ পরিয়া যারা সত্যের কবরে নেচেছিল
এই শেষ বিভ্রমের অন্তরালে তাদের কথা বলি
আর যারা জেনেছিল যারা সবকিছু বুঝেছিল
আত্মার ভিতরে যারা সমন্বয়ের ছলনা নিয়ে
দলের মরীচিকায় বিবেকহীন হয়ে ছিল
অথবা বিক্রিত ছিল—সেই সব কৃত্রিম স্বপ্নে
একমুঠো প্রতারণা ছড়িয়ে দিয়ে ফিরে এসে
আঁকড়ির শিরদাঁড়া বেয়ে ওঠা সাপের ফণায়
এই যুগসন্ধির প্রতারকদের কথা বলি
বলি যে অন্ধকারে আলোর মুখোশ মেখে মেখে
এক ছলনার থেকে আরেক ছলনায় যেতে যেতে
নামের নকলি হয়ে জেগে ওঠে আরো আরো ভণ্ড
আমিই কালের সাক্ষী আমি এই ধ্বংসস্তূপ দেশ
আমি এই যুগান্তের কোটাতন্ত্র থেকে বলি
আত্মার ভিতরে আজ কোথাও আত্মার নেই লেশ
দেখো এ সত্যের মধ্যে কোথাও সত্যের নেই লেশ!