স্বপ্নের মায়ায় ঘেরা এই ধরণি,
একদিন হবে নৈঃশব্দ্যের স্তব্ধতায় বন্দি।

একদিন বিশ্ব শেষ হবে,
কোনো আতশবাজি নয়,
কোনো মহাশব্দ নয়,
শুধুই আসবে একটি নৈঃশব্দ্য।

সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাবে,
চাঁদের আলো আর জ্বলবে না,
তারাগুলি আর ঝলমল করবে না,
বিশ্ব অন্ধকারে ঢেকে যাবে।

বাতাস থেমে যাবে,
পাখিদের ডাক আর শোনা যাবে না,
নদীর জল আর বইবে না,
বিশ্ব নিস্তব্ধ হয়ে যাবে।

মানুষের কথা আর শোনা যাবে না,
তাদের হাসি আর শোনা যাবে না,
তাদের কান্না আর শোনা যাবে না,
বিশ্ব নিঃশব্দ হয়ে যাবে।

এইভাবে শেষ হবে বিশ্ব,
কোনো আতশবাজি নয়,
কোনো মহাশব্দ নয়,
শুধুই আসবে একটি নৈঃশব্দ্য।

শূন্যতায় মিশে যাবে সব শব্দহীন কাহিনি,
শুধু থাকবে নিঃসঙ্গ বিশ্বের আঁধারে ভাসা ভূমি।