দেশের কি হৈল করুণ কাহিনি ।
পুরাতন ঘরে জ্বলে না প্রদীপ
মন্দির শূন্য এখনি ।।
সন্ধ্যার বেলায় শঙ্খ না বাজে
থামিয়া গেছে আরতি ।
পূজারী বিহীন দেউল এখন
কেমনে কাটিবে রাতি ।।
তুলসী মঞ্চেতে শুকায়ে পাতারা
ধুলায় ঢাকিয়া যায় ।
কার্তিক প্রতিমা দাঁড়ায়ে একাকী
বিষণ্ণ নয়ন চায় ।।
পথিকের মত চলিয়া যায় যত
পূর্বের বাসিন্দাগণ ।
বঙ্গ কয় আজ নীরবে সবায়
বিদায়ের নিবেদন ।।