নীরবতার নাগপাশে বন্দি বিবেক
কালের কুঠারে কাটা।
অন্যায়ের অভিশাপে
দংশিত দেশের মানচিত্র পাপে
এবং এখন নিস্তব্ধতার অন্ধকূপে ডুবে যাওয়া
রক্তাক্ত ইতিহাস
আত্মার আর্তনাদ শোনে না কান
আজকে আমাদের মৌনতায় বিষাক্ত বাতাস দিগন্তের পাখা।।