নীল আকাশে মেঘের ছায়া, পৃথিবী জুড়ে হাহাকার,
কোথায় গেল সেই প্রতিশ্রুতি, স্বপ্নের সেই আধার?
যুগে যুগে এসেছিল যারা, বাণী নিয়ে অমৃতের,
তাদের কথা ভুলে গিয়েছে মানুষ, হৃদয় পাথরের।

দেখি চারিদিকে শুধু অন্ধকার, নিষ্ঠুরতার খেলা,
মানবতার দীপশিখা আজ নিভে যায় একেলা।
রক্তাক্ত মাটিতে শিশুর কান্না, মায়ের আর্তস্বর,
কে শুনবে তাদের? কে দেবে সান্ত্বনার ঘর?

হে বিধাতা, তোমার সৃষ্টি এ কী রূপ ধরেছে আজ?
মানুষের মাঝে পশুত্ব জেগেছে, ভুলে গেছে সব লাজ।
তবুও কি তুমি ক্ষমা করবে তাদের, যারা এ বিনাশের কারণ?
তোমার করুণার সাগরে কি আছে তাদের তরে তারণ?

আমার কলম আজ স্তব্ধ, বীণা আমার নীরব,
এই নিঃশব্দতায় প্রশ্ন করি - কোথায় সেই গৌরব?
যে গৌরবে মানুষ ছিল দেবতার সমান,
সেই মহিমা কি চিরতরে হলো অবসান?