অনেকদিন শান্তি থাকবে না
তারপর একদিন শান্তি আসবে।
সরকার আর জনগণ বলবে,
'অনেকদিন শান্তি ছিল না'।
এইভাবে চলবে দমন আর প্রতিরোধ
ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র।
তারপর একদিন হয়ত বোঝা যাবে
বা হয়ত বোঝা যাবে না
যে ধর্মান্ধতার সাথে গণতন্ত্রের
অথবা গণতন্ত্রের সাথে ধর্মান্ধতার
আর মিল হবে না।