- যখন শব্দ ব্যর্থ হয়, তখনই কবিতা জন্ম নেয়।

ক্লাসের ফাঁকে ছেঁড়া বইয়ের পাতায় মুখ ঢাকা,
অন্বেষা শুধু চোখের ফাঁক দিয়ে তাকিয়ে আছে ঐ টিউশনি স্যারের দিকে।
আজ দার্শনিকের জন্মদিন,
কিন্তু ক্লাসে আলোচনা হয়নি প্রেমের অস্তিত্ব নিয়ে।
অথচ এই ক্যাফেটেরিয়ার ময়দানে,
আড্ডার চায়ের কাপে ঠোকাঠুকিতে মিশে যায় দুটি হৃদয়ের তাল।
অন্বেষার চোখে টিউশনি স্যারের মুখে আর নেই দর্শনের তত্ত্বকথা,
দেখছে কেবল মৃদু হাসি, লাজুক চাহনি।
বাতাসে  ভেসে যায় লেমন টি-এর গন্ধ আর কবিতার অলিখিত পংক্তি।

- চায়ের কাপে ঠোকাঠুকি, প্রেমের নিঃশব্দ ঘোষণা।