শুনতে পেলাম অফিস থেকে-
আবার নাকি ডেকেছে দেখে?
শনিবারেতে কাজের তরে?
এমন কাজ কি করে করে!
বসে আছেন যারা ওরা
বুদ্ধি যেন পাথরের গোড়া;
মাথার ভেতর শুধু ঘুণ
চিন্তাভাবনা সব বিগুণ;
নিয়মকানুন? বলছি মশাই-
এমন জগতে দেখিনি তাই!
ত্রিশটা বছর চাকরি করে
বুদ্ধি তাদের গেছে মরে।
মানুষ নাকি? রোবট যেন-
হুকুম মতো চলছে কেন?
কর্তা আছেন একজন ভারী
যেন কোনো এক যম অনুচারী;
দ্বিতীয়জন তার চেলা
সারাদিন শুধু করেন খেলা।
তৃতীয়জন বসে থাকে
ফাইল দেখে আর চা খাকে।
এমন জায়গা দেখে মোর
মাথাটা করে ঘোর ঘোর।
তবুও তারা বড়ো ঘর,
সরকারি পদে বংশধর!
রাম শ্যাম যদু মধু সব
এখানে এসে হয় নবাব।-
তবু বলি এই দফতর,
নরক যেন এর ভিতর,
এর চেয়ে ঢের ভালো ভাই,
জেলখানাতে শান্তি পাই।