আমি আর ব্যথিত হব না,
কোনো স্মৃতিতেই আমি শুধু আর ব্যথিত হব না।
যে বৃক্ষ প্রাণের স্পন্দে উড়াতো বিহঙ্গ
এখন ঝঞ্ঝায় সেই বৃক্ষের শাখায়
ফাঁসির নীরবতা দেখে আমি ব্যথিত হব না।
সোনালি ধানের ক্ষেত চিরে চিরে
কৃষকের লাঙলের ফলায় গড়া উর্বর মাটির বুকে
আজ সেই ক্ষুধার্ত মানুষের কঙ্কাল দেখে
ব্যথিত হব না, আর শুধু ব্যথিত হব না।
শিক্ষক হারালে তার জ্ঞানের প্রদীপ, সমাজের ফুরালে বিশ্বাস,
দুর্নীতির প্রাসাদ হলে পবিত্র শিক্ষালয়, আমি ব্যথিত হব না।
শিশু যদি না হাসে প্রাণখুলে, না ফোটে কুসুম,
অদ্ভুত নিস্তব্ধ হলে কোকিলের কুহুতান, আমি ব্যথিত হব না।
মানুষ না চেনে যদি আপন সত্তা,
আমি ব্যথিত হব না, ব্যথিত হব না।
প্রতিবিম্বের কসম খেলাম আমি মুক্তি খুঁজব অন্তিমকালে,
এবার নিশ্চিহ্ন হব,
ওসবের কোনো কিছুতেই তবু শুধু আর ব্যথিত হব না।