তোমার নামের পাশে মেঘ জমে,
জোৎস্নার গলিতে থমকে দাঁড়ায় রাত।
তোমার চুলের ঘ্রাণে মেশা বর্ষা,
কখনো ঝড়ো বাতাস, কখনো বৃষ্টির নীরবতা।
চুপচাপ কাঁপে আমার ধূসর আঙুল,
তোমার ছোঁয়া কি কল্পনা?
নাকি এ বাস্তবের মায়াবী ছলনা—
পৃথিবী যেন ঠকায় আমায় বারেবারে।
তোমার মুখের প্রতিচ্ছবি,
স্রোতের টানে ভাসে পাথুরে নদীতে।
কোনো এক জাগ্রত স্বপ্নের মতো,
তুমি এলেই জীবন বাঁধা পড়ে গোপন ছন্দে।
এ শহর জানে না, তার সব আলো নিবে গেছে।
তোমার চোখের গভীরতা ছুঁয়ে আমি
পেয়েছি অনন্ততার স্বাদ।
তোমার নামে বাঁধা পড়ে, জীবন যেন এক চেনা অচেনা ছায়া।
আঁধারের গভীরে তোমার নাম ধ্বনিত হয়,
এক অনন্ত রাতের আকাশে আছ তুমি তারা হয়ে।
স্মৃতির স্পর্শধারা বেঁধে রেখেছে আমায়,
এক অসমাপ্ত গানের সুরে তোমার নামে।
নীলাভ অন্ধকারে তোমার চোখের আলো,
এক অগ্নিকণা জ্বালিয়ে দেয় আমার হৃদয়।
তোমার স্পর্শের ছায়া আমার প্রাণে বাজে,
আমি কি তোমায় খুঁজি, নাকি তুমি আমায়?