সপ্তবর্ষ আগে আঁধার করে
কোথায় গেলে পিতা, কোথায় রে?
তোমার পুত্র কাঁদে নিশিদিন,
স্মৃতিরা দেয় শুধু ব্যথা ঋণ।
জাগে স্মৃতি যত, জাগে বেদনা,
অশ্রু ধারায় ভেজে কামনা।
শূন্য আঙিনা, শূন্য এ ঘর,
কোথায় গেলে পিতা, নিরুত্তর?
কাঁদে মন আজ, কাঁদে আকাশ,
স্মৃতিরা যেন দেয় দীর্ঘ শ্বাস।
নিভে গেছে দীপ, নিভেছে আলো,
বেদনা-সাগরে মন হলো কালো।
কোথায় সে হাসি, কোথায় সে মুখ,
শূন্য এ বুকে আজ শুধু দুখ।
শূন্য এ পথে, শূন্য এ দেশ,
কোথায় তুমি পিতা, নাহি শেষ?
স্মৃতিরা কাঁদায়, স্মৃতিরা পোড়ায়,
তোমার অভাব প্রতি পলে জড়ায়।
ফিরে এসো পিতা, ফিরে এসো তুমি,
তোমার অভাবে আমি নিঃস্ব ভূমি।
শূন্য এ জীবন, শূন্য এ গান,
কোথায় গেলে পিতা, দাও সন্ধান।