কারার ঐ লৌহ-কপাট ভাঙবে যখন রক্ত ঝরে,
আমার চোখে আঁধার নামে, হৃদয় কাঁপে ভয়ে ডরে।
এই যে কারা, মৃত্যুপুরী, নিঝুম রাতে কান্না শুনি,
শত শহিদের রক্ত মাখা, স্বাধীনতার স্বপ্ন বুনি,
পূর্ণ হবে এই জীবন, যেদিন তুমি আসবে ঘরে।
তোমার চোখে ভয়-ডরের কালো মেঘের ছায়া নাচে,
আমার মনে আশার আলো, প্রেমের বাঁধন আরও বাঁচে।
যে প্রেম জ্বালায় মুক্তির মশাল, রক্তে ভাসে স্লোগান যত,
সংগীতে সে উঠবে জেগে, দুঃস্বপ্নেরও হবেই গত,
যেদিন তুমি মুক্ত হয়ে, উড়বে স্বাধীন পাখির স্বরে।