আয় দেখি খুলি তোর চোখ, দেখি কত আঁধার লুকানো,
দেখি কত মিথ্যে স্বপ্ন, কত ব্যথা মনেতে বাঁধানো।
কোন দিকে মন ছুটে চলে, কোন দিকে থেমে যায় আশা,
কতখানি কান্না জমে, কতখানি নীরব হতাশা।
জীবন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা—
আয় দেখি কোন ফাঁক দিয়ে, মরণেতে ডুবে যাস কোথা।
বিষণ্ণ মেঘে ঢাকা মুখ, ভাঙা-চোরা স্মৃতি যেন,
আয় দেখি বিশ্লেষ ক'রে—চুপ করিস কেন বল্ তো এখনো?
বাঁকা হয়ে দাঁড়া দেখি, হৃদয়ের ক্ষতখানা দেখা,
ভালো ক'রে বুঝে শুনে দেখি—বিজ্ঞানেতে এই তো লেখা।
মৃত্যুর চুম্বক ধ'রে, দীর্ঘশ্বাসে প্রতিঘাত ক'রে,
অশ্রু দিয়ে গতিবেগ মাপি, জীবন তোর ঘোরে কি না ঘোরে।