যে যেখানে পারে স্বপ্ন যে ছোঁয়,
সে পায় আলোর দিশা,
কিছু থাকে তার হাতের মুঠোয়,
কিছু হারায় প্রত্যাশা।
যে প্রেম রেখেছি হৃদয় খাঁচায়,
সে আজ চাঁদের আলো,
কিছুটা ঝরে যায় রাতের মায়ায়,
কিছু থাকে চিরকাল ভালো।
সিন্দুর সিঁথি আর কৃষ্ণচূড়ার ঘ্রাণ
এই রাতের যে তার,
জানা নেই তারই পেছনেতে প্রাণ
করে শুধু হাহাকার।
যে যেখানে পারে রাখে সেইখানে
প্রেমের অমূল্য ধন,
তাই দেখে হাসে রাধার দু'নয়নে
চাঁদের আলোর কিরণ।