মানচিত্রের রক্তাক্ত পৃষ্ঠা থেকে উঠেছে আমার চেতনার বীজ -
ইতিহাসের কণ্টকিত মাটি থেকে; তাই স্বপ্ন লাগে বিষ — তাই স্মৃতির আকাশ
কুয়াশাচ্ছন্ন, বিদ্রোহী বেদনায় ভরা; — পথে পথে এই ত্যাগ
প্রতারণার মতো তীক্ষ্ণ মনে হয়, — ভণ্ডামির যেন নিঃসীম নীড়
এই দেশ; — যত গভীরে যাই আমি আরো যত গহীন অন্ধকার
কঠিন পায়ের তলে যেন কত শহিদের রক্তের নিঃশ্বাস
চিৎকার করে — তাদের আত্মা কাঁপে — তাদের স্বপ্নে এলো ধ্বংস
ছড়িয়ে যায় — ক্ষমতার গন্ধে আসে তারা — অনেক নির্মম
বিকৃত আদর্শের কথা কয়ে যায় — মুক্তির প্রতারণার কথা –
অপব্যাখ্যার কুটিল নগ্ন কথা — ধর্মের ছদ্মবেশী গল্প করে –
স্বার্থের নক্ষত্রের কথা কয়; — বিবেকের শীর্ণ সরলতা
তাদের ভয় পায়, — অন্যায়েরে ভালো লাগে হৃদয়ের উপরে;
কুৎসিত লোভের ফাঁদ ভালো লাগে; অন্ধ রাতে — ন্যায়ের নম্রতা;
ভালো লাগে এই যে মানবতা আজ চিরতরে নীরবে ঝরে।