এই তো ছিল স্বপ্ন, এই তো ছিল আশার আলো
এই তো গণতন্ত্রের বীজ বুনেছি মাটিতে কালো
এই তো ন্যায়ের ফসল ফলবে বলে করেছি আশা
এই তো স্বাধীনতার পাখি গেয়েছিল সকাল-সন্ধ্যা
এই তো মুক্তির নদী বয়ে গেল দেশের বুকে
এই তো অন্ধকার নেমে এল হঠাৎ চোখের সুখে
এই তো বিবেকের কণ্ঠ হল রুদ্ধ কালের গ্রাসে
এই তো ন্যায়ের দণ্ড ভেঙে পড়ল অন্যায়ের ত্রাসে
এই তো সত্যের সূর্য ডুবে গেল মিথ্যার জলে ।
কোথায় সে স্বপ্নগুলো? সব কি মিলায় অতলে?