সময়ের গর্ভে লুকিয়ে আছে অতীতের সিন্ধু,
নদীর তীরে জেগে ওঠা প্রথম সভ্যতার
গল্প শোনায় বাতাস। হে প্রাচীন মানুষ,
আজ তোমার স্বপ্নের ছায়ায় দাঁড়িয়ে, তুমি
আমাদের দিকে তাকিয়ে আছ। বলো, কি
তুমি দেখেছিলে সেদিন? তোমার চোখে ভেবেছিলে,
ভবিষ্যতের বীজ? নাকি শুধু মাটি আর পাথর? তোমার
চিন্তার গভীরে ছিল কি সেই আশা? বানানো
স্বপ্নের পাখা মেলে উড়বে মানুষ, নতুন চাকার
আবিষ্কারে? প্রগতির পথে হাঁটবে, সেই নিশ্চিত
অনিশ্চয়তার মাঝে? তুমি কি জানতে, এই পথে
একদিন আমরা হাঁটব? তোমার হাতের ছোঁয়ায়, একদিন
ইতিহাসের চাকা ঘুরবে? আর সেই ঘূর্ণনে মানবতা
উঠবে শিখরে? নামবে গহ্বরে? কখনো পায়ে হেঁটে, কখনো চড়ে
গাড়িতে, রকেটে, স্বপ্নে? তোমার অজানা ভবিষ্যতে আসবে
নতুন প্রশ্ন, নতুন উত্তর, নতুন সভ্যতার স্বপ্ন।