শুনিলাম আমি, হে বন্ধু, কালের গহ্বরে দাঁড়াইয়া,
জিজ্ঞাসিলে তুমি, কোন পরিচয়ে এই দেশে আছি বাঁচিয়া?
আমি কি তবে বহিরাগত?
তবে কি এই মাটি, এই জল, এই আকাশ নহে আমার মতো?
শোনো বন্ধু, ইতিহাস খুঁড়িয়া দেখো না কি পাইবে,
এই দেশে মোরা চিরদিন, এই মাটিতেই শিকড় ছড়াইবে।
বখতিয়ারের আগে,
আসিয়াছি মোরা এই দেশে, আপন কর্ম্মে, আপন ভাগে।
আদিবাসী? সে তো বহু দূরের কথা, বহু পুরাতন,
পাহাড়ের কোলে, অরণ্যে, নদীতে, বাস তাদের, অনন্তকাল ধরে, আপন ভুবন।
চাকমা, মারমা, সাঁওতাল,
ওঁরাও, মুন্ডা, আরও কত নাম, তাহারা আদিম, এই ধরায় তারা অনন্তকাল।
মোরা তো এই কালের স্রোতে, বহু রূপে, বহু বর্ণে মিশেছি,
এই মাটি, এই সংস্কৃতি, এই ভাষাতেই গড়িয়া উঠিয়াছি।
তবে কেন এই বিভেদ?
তবে কেন এই পরিচয়, যাহা শুধু কালের খেদ?
আমি পাহাড়ি নৃগোষ্ঠী, আমি আদিবাসী, আমি এই দেশের সন্তান,
এই পরিচয়ই আমার, ইহাতেই আমার গান।
নয় কালের গহ্বরে,
আমি বাঁচিতে চাই এই মাটিতে, এই পরিচয়ে, অনন্তকাল ধরে।