রক্তাক্ত দেহ পড়ে আছে, সেমিনার হলের মেঝেতে
চিকিৎসকের নিথর দেহ - প্রশ্ন জাগে প্রতি মুহূর্তে
অবহেলা - যেমন স্বাস্থ্যব্যবস্থায় - জ্বালায় আগুন
প্রচণ্ড ক্ষোভের দাবানল, দগ্ধ করে সমাজের মন
সুরক্ষা চেয়েছিল সে, নারী হয়ে কাজ করার অধিকার
অনেকে অনেক কিছু পায়, কেউ পায় না মৌলিক সম্মান:
নিরাপত্তা, সমতা, মর্যাদা - কারো বা জীবনের দাম নেই
আমাদের সহজ দাবি জ্বলে ওঠে রাজপথের প্রান্তরে -
ন্যায় চাই - এই আর্তনাদ উঠছে - থানায়, আদালতে
তীব্র বা মৃদু স্বরে, প্রতিবাদের ঢেউ ওঠে চারিদিকে
কোনো ভয় নেই - সত্যের শক্তি ভরা কণ্ঠে চাই:
প্রতিটি নারীর জন্য সুরক্ষা, সম্মান চাই সমাজে;
অমানবিক নীতি নয়, চাই মানবিক আইন-শৃঙ্খলা
দেখিনি তো: রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা নেওয়া;
যে চায় সে করুক অপরাধ - যাকে ইচ্ছা তাকে বাঁচাও
জেনে রাখো: আমাদের এই নীরবতা চিরস্থায়ী নয়।
যদি না মেটাতে পারো আমাদের ন্যায্য এই দাবি
তোমার শাসনকালে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে
ক্ষুব্ধ জনতার কাছে নেই ভয়-ভীতি, দমন-পীড়ন -
সম্মুখে যা বাধা আসে ভেঙে দেব অকুতোভয়ে:
থাকবে না কিছু অবিচার - সব যাবে ন্যায়ের তলোয়ারে।
যদি বা কখনো তোমাকে পাই সামনে দাঁড়িয়ে -
জনগণের রোষের কাছে তুমি হবে একাকী ও ক্ষুদ্র।
সর্বগ্রাসী হলে যখন ন্যায়ের ক্ষুধা, সত্যের দাবি
ভয়ঙ্কর পরিণতি আসে নিঃশব্দে, অমোঘ গতিতে।
শাসক থেকে শাসিত অব্দি সকলকে গ্রাস করে নেয়
অবশেষে ধ্বংস করে: দুর্নীতি, স্বজনপোষণ, লুণ্ঠন
স্বাস্থ্যব্যবস্থা, আইনশৃঙ্খলা, প্রশাসনের দুর্বলতা
নিরাপত্তাহীন চিকিৎসক, অসহায় রোগী ও তার পরিবার
উদাসীন নেতৃত্বসহ মন্ত্রী ও তার দলবল
আমাদের ন্যায়ের কাছে কেউ অস্পৃশ্য নয় আজ
ন্যায় দে অপরাধী,
নইলে গণতন্ত্র ধ্বংস হবে।